কালিম্পং থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, পলাতক অভিযুক্তরা
অভিযান চালিয়ে কালিম্পং থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। পেডং-এ চন্দ্র রাইয়ের বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি নাইন এমএম পিস্তল ও একটি ইম্প্রোভাইজড রিভলবার।
নিজস্ব প্রতিবেদন: অভিযান চালিয়ে কালিম্পং থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। পেডং-এ চন্দ্র রাইয়ের বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি নাইন এমএম পিস্তল ও একটি ইম্প্রোভাইজড রিভলবার।
পুলিস জানিয়েছে, নামগয়াল ভুটিয়া ওরফে ভাইলা নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে একাধিকবার আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছে। তাঁর খোঁজেই পেডং-এর নেওয়াং গাঁওয়ে চন্দ্র রাইয়ের বাড়িতে অভিযান চালায় পুলিস। সেখানে দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি নাইন এমএম পিস্তল, একটি ইম্প্রোভাইড রিভলবার, ৩টি ম্যাগাজিন এবং ৩৭ রাউন্ড গুলি। তবে গোটা ঘটনায় কেউ এখনও ধরা পড়েনি। পুলিসি অভিযানের আগেই পালিয়েছিল অভিযুক্তরা। তাদের সঙ্গে মোর্চার যোগ রয়েছে বলে পুলিস সূত্রে খবর।
কালিম্পং-এর পুলিস সুপার অজিত সিং জানিয়েছেন, ১৩ অক্টোবর পেডং থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিস। তখনই ইউএপিএ ধারায় মামলা করা হয়েছিল।
আরও পড়ুন, তরজার মাঝেই ছিঁড়ে পড়ল 'বিশ্ব বাংলা' গোলক