নিজস্ব প্রতিবেদন: সেনা গোয়েন্দা ও বীজপুর থানার তত্পরতায় ধরা পড়ল বিপুল টাকার সাপের বিষ। খদ্দের সেজে ওইসব পাচারকরারীদের জাল পেতে ধরেন গোয়েন্দারা। একটি এসইউভির পেছনের দিকে লুকিয়ে রাখা ছিল মোট ৬ কোটি টাকা বিষ। গ্রেফতার করা হয়েছে ৫ যুবককে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মিলল ১০ দিনের হেফাজত, মালদহে ধৃত চিনা নাগরিককে কলকাতায় আনছে STF



সেনা গোয়েন্দা সূত্রে খবর, বিপুল টাকার সাপের বিষ পাচার হচ্ছে খবর পেয়ে পাচারকারীদের সঙ্গে খদ্দের সেজে যোগাযোগ করা হয়। খবর দেওয়া হয় বীজপুর(Bijpur) থানাকেও। গত তিন দিন ধরে ওইসব পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন গোয়েন্দারা।


পাচাকারীদের জানানো হয়, বুধবার ব্যারাকপুর ওয়ারলেশ মোড় ওই বিষ(Snake Venom) ডেলিভারি নেওয়া হবে। সেই মতে পাচারকারীরা চলে আসে ওয়ারলেশ মোড়ে। তখন তাদের গোয়েন্দারা জানান তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছে। শেষপর্যন্ত ঠিক হয় মাল ডেলিভারি নেওয়া হবে কাঁচড়াপাড়া কাঁপা মোড়ে। এদিন নির্দিষ্ট জায়গায় আসতেই পাচারকারিদের গাড়িটিকে ঘিরে ধরে পুলিস ও সেনা গোয়েন্দারা। উদ্ধার করা হয় বিপুল টাকা মূল্যের ওই বিষ।



আরও পড়ুন-সমস্ত সম্পত্তির 'মালকিন' Baishaki,দুঃসময়ে পাশে থাকা বান্ধবীকে লিখে দিলেন Sovan


জানা গিয়েছে দানা আকারে একটি কাচের জারে গাড়ির পেছনের দিকে একটি ঝুড়ির মধ্যে লুকনো ছিল ওই বিপুল টাকার বিষ। ধৃতরা নদিয়া ও হুগলির বাসিন্দা। অভিযুক্তরা হল আখতারুজ্জামান(নদিয়া), গণেশ মণ্ডল(রানাঘাট), দেবাশিস মজুমদার(শান্তিপুর), সুজিত বর্মন(হুগলি), রামচন্দ্র ঘোষ(হুগলি)। আটক করা হয়েছে ওই এসইউভি গাড়িটি। তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিস।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)