Soldier Death: দেশরক্ষায় গিয়ে শহীদ হয়ে ফিরলেন ছেলে, বাবার কান্নায় ভিজল চালসার মাটি...
Accident in J&K: গত শুক্রবার জম্মু-কাশ্মীর এলাকায় সেনা ট্রাকে করে বেশ কিছু জওয়ান অন্যত্র যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনা ট্রাক। রবিবার চালসায় ফিরল নিথর দেহ। দেশরক্ষায় গিয়ে শহীদ হয়ে ফিরলেন বিকাশ ওরাওঁ।
অরূপ বসাক: বয়স্ক বাবা, স্ত্রী ও দুই সন্তানকে রেখে দেশমাতৃকাকে ভালোবেসে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন মালবাজার মহকুমার মেটেলির ছেলে বিকাশ ওরাওঁ। জম্মু কাশ্মীরে ছিল তাঁর পোস্টিং। বিকাশকে নিয়ে গর্ব ছিল গোটা পরিবারের। সেই গর্বের হাসি পাল্টে গেল চোখের জলে। রবিবার চালসা চা বাগানের বাসভবনে এল বিকাশের নিথর দেহ। শুধু পরিবার নয়, কান্না বাঁধ মানল না গোটা এলাকার। ঘরের ছেলেকে চোখের জলে বিদায় জানাল চালসা।
গত শুক্রবার জম্মু-কাশ্মীর এলাকায় সেনা ট্রাকে করে বেশ কিছু জওয়ান অন্যত্র যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনা ট্রাক । এই দুর্ঘটনায় ১২ জন সেনা জওয়ান আহত হন। এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর ছিল। তারই মধ্যে হাসপাতালে মৃত্যু হয় এক জওয়ানের। সেই সেনা হলেন মালবাজার মহকুমার মেটেলির বিকাশ ওরাওঁ।
জম্মু কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় নিহত বীর সেনা জওয়ানের বিকাশ ওরাওঁয়ের দেহ রবিবার নিয়ে আসা হল চালসা চা বাগানের বাসভবনে। বাইক রেলি করে প্রথমে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ইনডং কলাবাড়ি এলাকার বাসভবনে। তারপর তাঁর পুরনো বাড়ি চালসা চা বাগানে নিয়ে যাওয়া হয়। পোলো ক্লাব সংলগ্ন মূর্তি নদীতে দেহ দাহ করা হয়। তাঁর অবর্তমানে বাড়িতে রয়েছেন তাঁর বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।
আরও পড়ুন- Cyclone Dana: আমফানের মতোই সাইক্লোন 'ডানা'-র প্রভাব পড়বে বাংলায়! কবে-কোথায় ল্যান্ডফল?
রবিবার শহীদ বিকাশ ওরাওঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন নাগ্রাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা ও জেলা পরিষদের সদস্যা স্নোমিতা কালান্দি। এছাড়াও হাজারের বেশি লোক তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। এদিন সেনা জওয়ানের পক্ষ থেকে বীর বিকাশ ওরাওঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বীর জাওয়ানের মৃত্যুতে শোকের ছায়া মহকুমা জুড়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)