জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুয়াশায় ঢাকবে বাংলা-- এমন পূর্বাভাস ছিলই। আজ, রবিভোর থেকে সেটাই ঘটল। এবং আসানসোল-দুর্গাপুরের ছবিটাও এক। ঘন কুয়াশার চাদরে মুড়ল শিল্পাঞ্চল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Online Puja Fraud: বাপ রে! বড় মা, তারা মা, ভবতারিণী, জগন্নাথদেবকে নিয়ে এ কী অনাচার কাণ্ড? 


আজ, রবিবার ভোর থেকেই কুয়াশার ঢাকল দুর্গাপুর শিল্পাঞ্চল। কুয়াশার কারণে মাত্র কয়েক মিটার দূরে দৃশ্যমানতা নেই। অতিরিক্ত কুয়াশার কারণে গাড়ি ও ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। ঠাণ্ডা খুব একটা না থাকলেও কুয়াশার কারণে বাইরে চলাচলে অসুবিধা। কুয়াশায় সকাল সাড়ে সাতটাতেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না!


পৌষ মাষের প্রথম সপ্তাহের  রবিবারে কুয়াশার চাদরে ঢাকল আসানসোল শহরও। ধীর গতিতে চলছে যানবাহন। রাজ্যের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও দেখা মিলল কুয়াশার। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন এলাকায় আজ ভোর পাঁচটা থেকে রয়েছে ঘন কুয়াশার প্রভাব। কুয়াশার কারণে ১৯ নম্বর জাতীয় সড়কের বা জিটি রোডে যানবাহন চলছে ধীর গতিতে। গাড়ির ফগ লাইট,  ইন্ডিকেটর ও হেডলাইট জ্বালিয়ে চালকেরা অতি সাবধানে গাড়ি চালাচ্ছেন, যাতে কোনও দুর্ঘটনার কবলে না পড়তে হয়। ইংরেজি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ রবিবারের কুয়াশার এই দাপট দেখল শিল্পাঞ্চলবাসী।


আরও পড়ুন: Boro Maa Naihati: দুঃসাহসিক! নৈহাটির বড় মাকে জড়িয়ে এ কী? বড় মা'র নামে ওয়েবাসইট খুলে তার মাধ্যমে...


শনিবারের বিকেলের আবহাওয়া আপডেটেই জানা গিয়েছিল, গোটা দক্ষিণবঙ্গের ১০ জেলা এবং উত্তরের দুই জেলায় শুক্রবার রাত পর্যন্ত বৃষ্টি। দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টি। উত্তরে দুই জেলাতেও হালকা বৃষ্টি। রবিবার থেকে আর বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। উত্তরে রবিবার দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই। রবিবার পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল। বলা হয়েছিল, দক্ষিণের সব জেলায় রবিভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বাদে সব জেলায় ঘন কুয়াশা। রবিবার উত্তরবঙ্গে খুব ভোরে দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারেরও নীচে নেমে যেতে পারে। সেটাই ঘটেছে, দুর্গাপুরে দৃশ্যমানতা ২৫ মিটারে নেমে এসেছে!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)