Asansol: রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে আচমকাই দুর্ঘটনা, হাত পুড়ল তৃণমূল কাউন্সিলরের
ঘটনাস্থল থেকে উদ্ধার করে সীমাকে নিয়ে যাওয়া হয় বার্নপুরের ইস্কো হাসপাতালে
নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে আচমকাই দুর্ঘটনা। অনুষ্ঠানের মধ্যেই শাড়ীর আঁচলে আগুন লেগে গেল তৃণমূল কাউন্সিলরের।
কবিগুরুর জন্মদিনে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোল রবীন্দ্র ভবনে। সেই অনুষ্ঠানে যোগ দেন ৭৯ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সীমা মণ্ডল। অনুষ্ঠানের মধ্যেই ঘটে যায় ওই দুর্ঘটনা।
অনুষ্ঠানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করছিলেন অনেকেই। সেই দলে ছিলেন সীমা মণ্ডলও। কবির মূর্তিতে মালা দেওয়ার সময় নীচে রাখা প্রদীপ থেকে আগুন ধরে যায় সীমা মণ্ডলের শাড়ীর আঁচলে। মঞ্চে ভিড় থাকায় সঙ্গে সঙ্গে তা চোখে পড়েনি কারও। তবে আগুন বাড়তেই তা টের পান সীমা। আগুনে তাঁর দুটি হাতের বেশ খানিকটা ঝলসে গিয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে সীমাকে নিয়ে যাওয়া হয় বার্নপুরের ইস্কো হাসপাতালে। পরে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। ঘটনার খবর চাউর হতেই তৃণমূল সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন-তুমি কি কেবলই এলিট, ঠাটে লিখা? হায় ছবি, তুমি শুধু ছবি?