নিজস্ব প্রতিবেদন: আসানসোলে স্বর্ণঋণ প্রদানকারী সংস্থা মুথুট ফাইনান্সের দফতরের সামনে বিক্ষোভ। গত সপ্তাহে সংস্থার ওই শাখায় বড়সড় ডাকাতি হয়। তাতে খোয়া যায় কয়েক লক্ষ নগদ ও গয়না। এর পরই জামানতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকাল থেকেই মুথুট ফাইনান্সের ওই দফতেরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। তাঁদের দাবি, জামানতের নিরাপত্তা নিয়ে জবাবদিহি করতে হবে কর্তৃপক্ষকে। দিতে হবে লিখিত আশ্বাস। প্রাথমিক ভাবে তাতে রাজি হয়নি সংস্থা। তাদের দাবি, পুলিশি তদন্ত চলছে। তা শেষ হওয়ার আগে কোনও আলোচনা সম্ভব নয়। কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় খুশি হননি গ্রাহকরা। লাগাতার বিক্ষোভ চালিয়ে যান তাঁরা। শেষে একপ্রকার বাধ্য হয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১০ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে গ্রাহকদের সঙ্গে মীমাংসায় আসবে তারা। 


আরও পড়ুন - এটাই নতুন রয়্যাল এনফিল্ড Thunderbird 500X, দেখুন ছবি


গত শনিবার সকাল ন'টা নাগাদ আসানসোলের কোর্টমোড়ে মুথুট ফাইনান্সের দফতরে ডাকাতি হয়। মুখ ঢাকা ডাকাতরা দফতর খোলার সঙ্গে সঙ্গেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালায়। ব্যস্ত জায়গায় প্রায় ৫০ মিনিট ধরে ডাকাতি চললেও পুলিশের দেখা মেলেনি।