নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ি পুরভোটে (Siliguri Municipal Corporation Election) বড় ধাক্কা বামেদের। শিলিগুড়িতে পরাজিত বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের 'মুখ' অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) প্রার্থী  মহম্মদ আলমের কাছে পরাজিত হলেন তিনি। ৫১০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মহম্মদ আলম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) হার নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অশোক ভট্টাচার্য এককভাবে শুধু একজন প্রার্থী নন, ২০১১-তে রাজ্যের ক্ষমতার পালাবদের পর থেকে বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের প্রধান 'মুখ'টাই ছিলেন বর্ষীয়ান অশোক ভট্টাচার্য। সেখানে পুরভোটে (Municipal Election 2022) তাঁর হার নিঃসন্দেহে বামেদের কাছে বড় ধাক্কা। হারের পর Zee 24 Ghanta-কে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় অশোক ভট্টাচার্য সরাসরি স্বীকার করে নিলেন যে মানুষের কাছে বামেদের গ্রহণযোগ্যতা কমেছে। মানুষের সমর্থন বামেরা পাচ্ছে না। প্রসঙ্গত, কলকাতা পুরভোটের ফলাফলের নিরিখে মনে করা হয়েছিল যে, আবার হয়তো চাকা ঘুরছে। কারণ কলকাতা পুরভোটের ফলাফলের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসে বামেরা। তবে শিলিগুড়ি পুরভোটে তাঁর হারের পর অশোক ভট্টাচার্যের কথায়, 'পরিবর্তন কিছু হয়নি।'


অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) বলেন, "কেন হাতছাড়া হল, সেটা না বসে না আলোচনা করে বলতে পারব না। পলিটিক্যাল ডিবাকল।  স্টিল ইট ইজ কনটিনিউ। রাজনৈতিক বিপর্যয়। এখনও চলছে। পরিবর্তন কিছু হয়নি। শতাংশের ভোট হয়তো বেড়েছে। কিন্তু আসন উদ্ধার হয়নি।" তিনি আরও বলেন, "রক্তক্ষরণও হচ্ছে। বিপর্যয়ও হয়েছে। মানুষের সমর্থনটা আমরা পাচ্ছি না। মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমেছে। একটা রাজনৈতিক প্রতিক্রিয়া তো হয়েইছে। দেখতে হবে বসে।" শিলিগুড়িতে তাঁর নেতৃত্বেই ভোটে লড়েছিল বামেরা। তাই এই হারের পিছনে নিজের 'দায়' এড়াচ্ছেন না অশোক ভট্টাচার্য। বলেন, "আমি হেরেছি যখন, তখন আমার দায়ও তো আছে।" পাশাপাশি, এটাও জানান যে, "আমার ওয়ার্ডের ভোটটা একটু অদ্ভূত। ৫০ শতাংশ এখানে সংখ্যালঘু ভোট। এখন কী কারণে কী হয়েছে, তা বসে আলোচনা করে দেখতে হবে।" 


যদিও 'রক্তক্ষরণ' হলেই অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) স্পষ্ট কথা, "হতাশ একদমই নই।" অন্যদিকে, একদিকে নিজের জয়, অশোক ভট্টাচার্যের হার, ১৯৯৪-এ শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation) গঠনের পর এই প্রথমবার এককভাবে বামেদের হারিয়ে পুরনিগম জয় তৃণমূলের (TMC), সবমিলিয়ে আবেগ চেপে রাখতে পারছেন না গৌতম দেব (Goutam Deb)। স্পষ্ট জানালেন যে, 'একটা বৃত্ত' তিনি সম্পূর্ণ করলেন। নেত্রীকে সেই বার্তা-ই দিতে চান। প্রসঙ্গত, আজই শিলিগুড়ি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উল্লেখ্য, শিলিগুড়িতে ৩৩ নম্বর ওয়ার্ডে ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।


প্রসঙ্গত, কলকাতা পুরভোটের পর মনে করা হয়েছিল যে বিজেপিতে যাওয়া ভোটব্যাঙ্ক হয়তো বামেদের ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের হার ও ৪ পুরনিগমে ঘাসফুল ঝড়ের পর, ওয়াকিবহল মহল মনে করছে যে, বিজেপির ভোট ফিরলেও তা তৃণমূলের ঘরেই গিয়েছে। এমনটা মনে করছেন অশোক ভট্টাচার্য নিজেও। 


আরও পড়ুন, Ashok Bhattacharya: 'স্ত্রী সঙ্গে নেই; এই প্রথম এলাম একেবারে একা', ভোট দিতে এসে চোখে জল অশোক ভট্টাচার্যের


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App