Nadia Fire: রাতে বেছে বেছে ৫টি বাড়িতে আগুন ধরাল এক ব্যক্তি, তোলপাড় এলাকা
Nadia Fire: রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রতিটি বাড়ি। গ্রামবাসীরাই তৎপরতার সঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জেরে বড়সড় বিপদ না ঘটেলেও, একই জায়গায় স্তুপীকৃত বিচালির গাদায় আগুন লাগার ফলে পাশের একটি গাছে থাকা সদ্যজাত হনুমানেরও পুড়ে মৃত্যু হয়
বিশ্বজিত্ মিত্র: একইপাড়ায় ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ! পরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন গ্রামবাসীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাট থানার রায়নগর উত্তরপাড়া পঞ্চবটিতলায়। স্থানীয়দের দাবি, রবিবার রাতে পাড়ার পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এক ব্যক্তি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি।
আরও পড়ুন-ট্যাবকান্ডে পরিবার চক্র! হঠাত্ই উচ্চবিত্তের মতো চালচলন হয়ে উঠেছিল গোপাল-বিশালদের
প্রতিটি বাড়ির মধ্যে ২০০-৩০০ মিটার দূরত্ব রয়েছে। অজ্ঞাত পরিচয় এক যুবক সাইকেল নিয়ে এসে বিভিন্ন বাড়ির সামনে থাকা, পাটকাঠি গাদা, বাঁশের রান্নাঘর, একাধিক ধানের বস্তায়, জ্বালানি ও খড়ের গাদা থেকে স্তুপ করে রাখা বিচালির গাদায় আগুন ধরিয়ে দেয়। এলাকার একটি সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই ব্যক্তিকে।
রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রতিটি বাড়ি। গ্রামবাসীরাই তৎপরতার সঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জেরে বড়সড় বিপদ না ঘটেলেও, একই জায়গায় স্তুপীকৃত বিচালির গাদায় আগুন লাগার ফলে পাশের একটি গাছে থাকা সদ্যজাত হনুমানেরও পুড়ে মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্থ একটি বাড়ির বাসিন্দা প্রবীর বৈদ্য বলেন, আমরা দুই ভাই মেডিক্যাল অক্সিজেন লাইনে কাজ করি। কেউ বাড়িতে ছিলাম না। কাল রাতে দশনা নাগাদ শুয়েছি। পৌনে এগারোটা নাগাদ বাবা চিত্কার করেছে আগুন আগুন বলে। আমাদের বাড়ির সামনে খড়ির গাদায় কেউ আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। এর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। ২০০ বা ৩০০ মিটার দূরের বাড়িতে আগুন লাগানো হয়েছে। ফলে এর মধ্যে কোনও উদ্দেশ্য রয়েছে। আমার বাড়িতে একটি বাইক ছিল। সেটিতে আগুন লেগে গেলে ঘরে বড়সড় আগুন লেগে যেতে। সেই আগুন নেভানোর সাধ্য আমাদের ছিল না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)