মৃত্যুঞ্জয় দাস ও কিরণ মান্না: নতুন বছরে একের পর এক দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া ও কলকাতায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৭ জনের। সোমবার ধান বোঝাই করে একটি ট্রাক বাঁকুড়ার তালডাংরা থেকে বর্ধমান যাচ্ছিল। সন্ধে নাগাদ বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর এলাকায় ওই ধান বোঝাই ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। গতি থাকায় সঙ্গে সঙ্গেই গাড়টি রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের নীচে চাপা পড়ে যান ৬ শ্রমিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চাকায় জড়িয়ে পোশাক, দুরন্ত গতিতে তরুণীকে কয়েক কিলোমিটার টেনে নিয়ে গেল গাড়ি 


দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষ জন। চাপা পড়ে যাওয়া ৬ শ্রমিককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয়ে চিকিত্সাধীন রয়েছেন আরও ২ জন। মৃত ও আহতদের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।


অন্যদিকে, আজ কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ২ পর্যটকের। এদিন সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি জেসিবিতে ধাক্কা মারে একটি বাইক। দুজনেই বাইক থেকে ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃত বাইক চালকের নাম দেবজ্যোতি ঘোষ। বাড়ি বেলঘড়িয়ায়। বাইকে তাঁর সঙ্গে ছিলেন কাজল বিশ্বাস। বাড়ি কামারহাটি।


সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে হেঁটে ইকোস্পেসের দিকে যাচ্ছিলেন ওই পড়ুয়া। সেইসময় কদমপুর মোড়ের দিক থেকে বেপরোয়া গতিতে একটি গাড়ি এসে ধাক্কা মারে ওই পড়ুয়াকে। প্রবল ধাক্কায় সার্ভিস রোড়ে ছিটকে পড়েন শাকিল আহমেদ নামে ওই পড়ুয়া। গাড়ির ধাক্কায় রাস্তায় ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। পুলিস এসে তাকে তুলে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেল চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।


ধনিয়াখালীর নিশ্চিতপুর এলাকায় দামোদর নদের চরে পিকনিক করতে গিয়ে দামোদর নদের জলে তলিয়ে গেল এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ধনিয়াখালীর গোপীনগর এলাকা থেকে একদল যুবক ওই এলাকায় পিকনিক করতে যায়। পাশপাশি অন্যান্য এলাকা থেকেও বহু মানুষ পিকনিক করতে আসেন।  গোপীনগর থেকে আসা এক যুবক দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে যান।  প্রথমে পিকনিক করতে আসা লোকজন খোঁজাখুঁজি করে। পরে ধনিয়াখালী থানায় খবর দেওয়া হয়। জাল ফেলা হয় নদের জলে। প্রায় দু ঘন্টা কেটে গেলেও এখনো পযন্ত ওই যুবকের কোনো হদিস মেলেনি। তবে পুলিশ ডুবুরি নামিয়ে খোঁজ চালাবে বলে জানায়। যুবকের নাম পরিচয় জানা যায়নি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)