জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন স্বপ্ন। ১৭ বছরের শুভম ছেত্রী এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি 'পৃথিবীর স্বর্গ'তে রয়েছেন। আল্পসের কোলে তাঁদের স্কুলের ব্যান্ডের হয়ে তিনি পাইপ বাজিয়ে শ্রোতাদের মনে অনুরণন সৃষ্টি করে চলেছেন। সৃষ্টি করেছেন ইতিহাস। এখনও এই স্বপ্নেই বিভোর শুভম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক জাতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন সেই অভিজ্ঞতা, ইতিহাস ছোঁয়ার গল্প। পশ্চিমবঙ্গের কালিম্পং-এর একটি সরকারি স্কুল কুমুদিনী হোমসের ২১ জন ব্যান্ড সদস্যের কাছে এই পারফরম্যান্স যেন অবিশ্বাস্য। বাসেলে বিশ্বের শীর্ষস্থানীয় সেনা  ব্যান্ডগুলির সঙ্গে তাদের এই মঞ্চ ভাগ করে নেওয়া নিঃসন্দেহে গর্বের মুহূর্ত। 


শুভমের বাড়ি কালিম্পংয়ের নকদারা গ্রামে। বাবা পেশায় রাজমিস্ত্রি। ফোনে ওই সংবাদমাধ্যমকে শুভম জানান যে তিনি মাঝে মধ্যেই নিজের গায়ে চিমটি কেটে দেখছেন সত্যিই তিনি স্বপ্নে না বাস্তবের রুক্ষ ভূমিতে! শুভমের বাবার কথায়, "আমরা বড় গরীব। ছেলে যে এখন সুইজারল্যান্ডে পারফর্ম করছে এটা আমাদের কাছে গর্বের। ক্লাস সেভেন থেকেই ব্যান্ডের সঙ্গে বাজনা শিখত। বিদেশ যাওয়ার সময় জমানো টাকা থেকে কোনওরকমে একটা ট্রলি আর কিছু টাকা দিতে পেরেছি। ওঁকে দেখে সবাই এখন বাজনা শিখতে চাইছে।" 


তবে শুভম একা নন, ব্যান্ডের ২১ জনের মধ্যে রয়েছেন এমন অনেকেই যারা ইউরোপীয় এই শহরে পৌঁছনোর আগে উত্তেজনায় ঘুম ভুলেছিলেন। বিনীদ্র রাতে জেগেই জেগেই দেখতেন বিদেশ ছোঁয়ার স্বপ্ন। ব্যান্ডের এক পাহাড়ি সদস্য সাবিন রাইয়ের কথায়, "আমাদের যন্ত্রগুলি স্কটল্যান্ডের ব্যান্ডগুলির মতো একই মানের নয়। তবে আমাদের বাজনা শুনে সকলেই প্রশংসা করেছেন"। 


প্রসঙ্গত বিশ্বে সামরিক বাহিনীর বেশ কিছু অনুষ্ঠান হয়। বিখ্যাত রয়্যাল এডিনবার্গ মিলিটারি ইভেন্টের পর সুইস দেশে এই ইভেন্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এখানে আন্তর্জাতিক বহু মিলিটারি ব্যান্ড পারফর্ম করে থাকে। এবারে সেই তালিকায় রয়েছে কালিম্পংয়ের স্কুলের ব্যান্ডটিও। প্রথম ভারতীয় ব্যান্ড হয়ে ইতিহাসও ছুঁয়েছে তারা। এখনও বাসেলসেই রয়েছেন তাঁরা। তবে বিনিদ্র নয়, স্বপ্ন ছুঁয়ে উপভোগ করে চলেছেন প্রতিটি মুহূর্ত।


আরও পড়ুন, Daspur Accident: বুক ফুঁড়ে বেরিয়ে গেল বাঁশ, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)