নিজস্ব প্রতিবেদন: তৃণমূল-সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব অব্যাহত। এবার সংখ্যালঘুরাও নাম লেখালেন গেরুয়া শিবিরে। দক্ষিণ দিনাজপুরের প্রায় ৮০০ জন সংখ্যালঘু ছাড়লেন তৃণমূল-বিজেপি। শনিবার তাঁদের হাতে পদ্ম পতাকা হাতে তুলে দেন দিলীপ ঘোষ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা ভোটের পর বিজেপিতে যোগদানের হিড়িক শুরু হয়েছে। বিভিন্ন জেলায় ভাঙন ধরে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসে। তবে গঙ্গারামপুরে বিজেপিতে যোগ দিলেন প্রায় ৮০০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তৃণমূলের আসিফ ইকবাল ও সিপিএমের গোলাম মোর্তাজার নেতৃত্বে তাঁরা দলবদল করেন। বিজেপিতে যোগদানের পর্বে এটা বেশ নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির থেকে সংখ্যালঘুরা সাধারণত দূরত্ব বজায় রেখেছিলেন। এহেন প্রেক্ষাপটে গেরুয়া ব্রিগেডকে নিয়ে সংখ্যালঘুদের আগ্রহ তাত্পর্যপূর্ণ। 



বিপুল ব্যবধানে জিতে আসার পর সংসদীয় দলনেতা নির্বাচিত হওয়ার প্রাক্কালে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছিলেন, পাঁচ বছর সবকা সাথ, সবকা বিকাশের মন্ত্র নিয়ে চলেছে তাঁর সরকার। এবার সংখ্যালঘুদের ভরসা জেতার চেষ্টাও করবে এনডিএ। সে কারণে দ্বিতীয় মোদী সরকারের মন্ত্র, 'সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস'।  



ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, লোকসভা ভোটের পর বহু মানুষ যোগ দিতে চাইছেন। বিজেপি যোগদান মেলা শুরু হয়েছে জেলায় জেলায়। দিলীপ দাবি করেছেন, বেশ কয়েকজন বিধায়ক যোগ দিতে চাইছেন। তবে তাঁরা ভয় পাচ্ছেন। আইনি জটিলতায় তাঁদের ফাঁসিয়ে দেওয়া হতে পারে। যাঁরা এসেছেন, তাঁদের বাড়ি ঘিরে বোমা মারা হচ্ছে। তাতেও অবশ্য আটকানো যাচ্ছে না। যোগদান চলছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি।


আরও পড়ুন- মমতার প্ররোচনায় হিংসা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাটগাছির রিপোর্ট দিলেন মুকুল