নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্রপুরে মেন রোডের ওপর পরপর ৩টি এটিএমে লুঠের চেষ্টায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীনগর মেন রোডে। জানা গিয়েছে, এদিন ওই এলাকার ৩টি এটিএমে চড়াও হয় দুষ্কৃতীরা, দুটি এটিএমে ভাঙচুরও চালায় তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, নিয়োগ করা থাকলেও এদিন এটিএমগুলিতে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। এটিএমগুলিতে সিসিটিভি ক্যামেরা থাকলেও প্রতিটি এটিএমে নিরাপতত্তারক্ষীর থাকার কথা বলেই দাবি এলাকাবাসীর।


আরও পড়ুন: ব্যস্ত থাকায় আজ হাজিরা দিতে পারবেন না, CBI-কে চিঠি দিয়ে জানালেন মুকুল রায়


তাঁরা আরও জানান, এর আগে এমন ঘটনা ঘটেনি ওই এলাকায়। নিরাপত্তারক্ষীদের গাফিলতির কারণেই এই অঘটন বলে তাঁদের অভিযোগ। এদিন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে পুলিস। উত্তেজনা সামাল দিতে বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।