নিজস্ব প্রতিবেদন:  এসবিআই-এর ব্যাঙ্ক ম্যানেজারের নাম করে ফোন করেছিল কেউ। বলেছিল, “আপনার ব্যাঙ্কের ডেবিট কার্ডটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আপনি আর এটিএম থেকে টাকা তুলতে পারবেন না। আপনার এটিএম কার্ডের পিছনে লেখা নম্বরটি বলুন।” সংবাদপত্র বিক্রেতার কাছে নম্বর না থাকায়, বাড়িতে ফোন করে এটিএম কার্ডের ডিটেলস আর ফোনে আসা ওটিপি নিয়ে নেয় দুষ্কৃতীরা। আর তাতেই অ্যাকাউন্ট থেকে চোট ৭০ হাজার টাকা। জালিয়াতির শিকার হলেন পাণ্ডুয়ার বৈঁচি বিলসরার বাসিন্দা কবির কুমার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তাঁর অভিযোগ, সকালে কোনও এক ব্যক্তি ব্যাঙ্ক ম্যানেজারের নাম নিয়ে ফোন করে তাঁর কাছ থেকে এটিএম কার্ডের ডিটেলস চায়। কিন্তু তাঁর কাছে সেই মুহূর্তে কার্ড না থাকায় তিনি তাকে তাঁর বাড়ির নম্বর দিয়ে দেন। এরপর ওই ব্যক্তি বাড়িতে ফোন করে ডিটেলস নিয়ে নেয়। ফের কবিরকে ফোন করে ওই ব্যক্তি। তাঁর মোবাইলে আসা ওটিপিও চেয়ে নেয় ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে দুদফায় ৪৫ হাজার ও ২৫ হাজার টাকা তুলে নেয় সে।


দার্জিলিং মেলে যাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত আরপিএফ কর্মী


কবির পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তে পুলিস। আপাতত তাঁর অ্যাকাউন্টটি ক্লোজ করে দেওয়া হয়েছে।