ওয়েব ডেস্ক: বিজেপি সাংসদ জর্জ বেকার আক্রান্ত। কালনা শহরে বিজেপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, গোষ্ঠীকোন্দলের জেরেই নিজেদের লোকের হাতে মার খেয়েছেন জর্জ বেকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কালনা শহরে বিজেপির কর্মসূচি। তাতেই যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ জর্জ বেকার। অভিযোগ, আচমকা বাঁশ লাঠি দিয়ে হামলা হয় মিছিলের ওপর। আক্রান্ত হন বিজেপির কর্মী সমর্থকেরা। এরপর জর্জ বেকারের গাড়িতে ভাঙচুর হয়। অভিযোগ জর্জ বেকার গাড়ি থেকে নামতেই তাঁর মাথায় উইকেট দিয়ে মারার চেষ্টা করা হয়। হাত দিয়ে আটকালে পিছন থেকে আরেকজন তার পিঠে উইকেট দিয়ে আঘাত করে।


কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিজেপি সাংসদকে। সেখানে তাঁর চিকিত্সা করানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এ ঘটনা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরেও জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ জর্জ বেকার।


জানেন ১ দিনে কত কোটির ব্যবসা করল সলমন খানের ‘টিউবলাইট’?