ওয়েব ডেস্ক: সোনারপুরে দিলীপ ঘোষের সভার আগেই আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘটনা খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামে। গতকাল দিলীপ ঘোষের সভার সমর্থনে প্রচার চলছিল। সে সময় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। জখম হন বিজেপি নেতা কমলেশ মণ্ডল, প্রদীপ বালা ও বলাই বিশ্বাস। বিজেপি করলে বাড়ি ভাঙচুর করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে , পাকিস্তান হেগ আদালতের নির্দেশ মানতে অস্বীকার করলে কী হবে? সেই বিকল্পও ভেবে রেখেছে ভারত। সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রাস্তা খোলা রাখছে নয়াদিল্লি। কূটনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক আদালতের রায় না মেনে মৃত্যুদণ্ডই কার্যকর করতে পারে পাকিস্তান। অতীতে এমন নজিরও রয়েছে। আন্তর্জাতিক আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও দুই জার্মান নাগরিককে ফাঁসি দিয়েছিল আমেরিকা। তাই পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে কড়া নজর রাখছে নয়াদিল্লি। ভারত রাষ্ট্রপুঞ্জে গেলে নিরাপত্তা পরিষদই ঠিক করবে পরবর্তী পদক্ষেপ কী হবে। নিরাপত্তা পরিষদের দলিল বলছে, রাষ্ট্রপুঞ্জের অন্তর্গত সব দেশ আন্তর্জাতিক আদালতের রায় মেনে চলায় অঙ্গীকারবদ্ধ। কোনও দেশ রায় না মানলে, অন্য দেশের অধিকার আছে, তার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে আবেদন জানানোর।