ওয়েব ডেস্ক: চোরাই কাঠ ধরতে গিয়ে কাঠ মাফিয়াদের হাতে আক্রান্ত বন দফতরের গাড়ি। মালবাজারের সোনালি চা বাগান এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে চোরাই কাঠের গাড়ি আটকাতে যায় বন দফতর। বাগরাকোটের কাছে বন দফতরের গাড়ি দেখে লিস রিভার চা বাগানের দিকে পালিয়ে যায় চোরাই কাঠ ভর্তি গাড়িটি। পিছু নেন বনকর্মীরা। কাঠভর্তি গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। গাড়িটি তারঘেরা রেঞ্জে আনার সময় পাথর ছুড়তে থাকে কাঠ মাফিয়ারা। বনকর্মীরা প্রাণে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয় বন দফতরের গাড়ি। উদ্ধার হয়েছে চোরাই সেগুন কাঠ।


হিন্দমোটর ও উত্তরপাড়ার মাঝে একই লাইনে দুটি লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা