ওয়েব ডেস্ক: উত্তর ২৪ পরগনার জগদ্দলে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিস । পুলিসের দুটি জিপে ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হন এক সাব ইন্সপেক্টর, এক পুলিস কনস্টেবল ও একজন সিভিক পুলিসকর্মী। তাদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, এলাকার বাসিন্দাদের দরজা বাইরে থেকে বন্ধ করে সোনার দোকান লুঠ করল দুষ্কৃতীরা। বৈদ্যবাটি ১১ নম্বর রেল গেটের পশ্চিম পাড়ে গতকাল রাতে নিঃশব্দে এই কাজ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর থেকেই GT রোড লাগোয়া এলাকায় এই দুষ্কৃতী হানায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আরও চিন্তার বিষয়, দোকানের শাটার ভেঙে কোলাপসিবল গেটের দশ-দশটা তালা ভাঙলেও, তার কোনও শব্দ পাননি এলাকাবাসী।