নিজস্ব প্রতিবেদন: শাসনে বিজেপির মণ্ডল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। এলাকায় বোমাবাজি, বিজেপির দলীয় কার্যালয়ে আগুন, বিজেপির ফ্ল্যাক্স, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত শাসনের ফলতির বেলিয়াঘাটার বকুণ্ডা ঘোষপাড়া এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




বকুন্ডা ঘোষ পাড়ায় বিজেপির মন্ডল সভাপতি শম্ভু ঘোষের বাড়ি সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কর্মী সমর্থদের নিয়ে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীনই আচমকা দুষ্কৃতীরা হামলা চালায়। ঘরে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের মারধরও করা হয়। এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়।  
এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 


লাড্ডু বিতরণের সময়ে বিজেপি সমর্থদের ওপরে হামলার অভিযোগ, তুলকালাম পঞ্চসায়র
অনুষ্ঠানের জন্য আয়োজিত খাবার মাটিতে ফেলে, বিজেপির দলীয় পতাকা, ফেস্টুন ছিঁড়ে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মন্ডল সভাপতির স্ত্রীকে মারধোর করে শ্লীলতাহানি, নগদ টাকা, সোনার গয়না লুঠপাট করা হয় বলে অভিযোগ। শাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বারাসত ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।