নিজস্ব প্রতিবেদন:  ফের উত্তপ্ত হালিশহর। নৈহাটি পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা বিজেপি নেতা গনেশ দাসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। হালিসহর বলদেঘাটা এলাকায় বোমাবাজি হয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন গনেশ দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার রাতে বীজপুর বালিভাড়া এলাকায় ভ্রাতৃসংঘ ক্লাবে মানিক দাস নামে এক বিজেপির সমর্থকের মাথায় লোহার রড মারা হয় বলে অভিযোগ। খবর যায় গণেশ দাসের কাছে। তিনি তখন আক্রান্ত কর্মীকে নিয়ে বিজপুর থানায় অভিযোগ দায়ের করতে যান।

আরও পড়ুন:  ইয়েচুরির নামে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রচার, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সূর্যকান্তের
অভিযোগ, থানা থেকে ফেরার পথেই হামলা হয় গণেশ দাসের ওপর। দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে বলে অভিযোগ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান গনেশ। বিজেপিনেতার দাবি, রাতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বীজপুর থানার পুলিস। যদিও সকালে তাঁকে ফের ছেড়ে দেওয়া হয়। পুলিসের দাবি, তাঁকে উদ্ধার করা হয়েছিল, আটক নয়।