নিজস্ব প্রতিবেদন : বাইক সমেত তৃণমূল নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, শনিবার রাত ১১টা নাগাদ বাইকে করে বাজার থেকে ফিরছিলেন স্থানীয় তৃণমূল নেতা মহিরুদ্দিন মিঞ্জ। অভিযোগ, সেইসময় অসম-বাংলা সীমান্তে বক্সিরহাট এলাকায় তাঁর উপর স্থানীয় বিজেপি কর্মীরা চড়াও হয়। মহিরুদ্দিনের বাইক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারা হয় ।


আরও পড়ুন, ইউনিয়ন রুমের মধ্যেই 'নগ্ন' করে মার, ভাইরাল করা হল ভিডিও


সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাইকে। আগুনে মহিরুদ্দিনের শরীরেরও বেশ কিছুটা জায়গা ঝলসে যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মহিরুদ্দিনকে বাইক সমেত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি। যদিও, অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, এসবই শাসকদলের গোষ্ঠীকোন্দলের ফল।


আরও পড়ুন, বিয়ের ৬ বছরের মাথায় 'সুখী' দাম্পত্যের মর্মান্তিক পরিণতি!


গুরুতর জখম অবস্থায় বর্তমানে কোচবিহারের একটি হাসপাতালে চিকিত্সাধীন মহিরুদ্দিন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।