নিজস্ব প্রতিবেদন: বিজেপি শাসিত উত্তর প্রদেশ, অসম, কর্নাটকে কুকুরের মতো মারা হয়েছে হিংসায় জড়িত বিক্ষোভকারীদের। রানাঘাটে বিস্ফোরক মন্তব্য ছিল পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের খুন নিমতায়, মাথা থেঁতলে খুন করে পুড়িয়ে দেওয়া হল যুবকের দেহ


রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে পাল্টা মন্তব্য করে রাজৈনতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এখন দিলীপ ঘোষ ফের রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ায় সুর খাদে নামিয়ে আনলেন বাবুল।


বাবুলের মন্তব্যে দলের মধ্যেই সংঘাত তৈরির আশঙ্কা করছিল রাজনৈতিক মহলের একাংশ। তবে বৃহস্পতিবার ফের রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হওয়ার পর দিলীপ ঘোষের প্রশংসাই করলেন বাবুল। এদিন তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে মতের অমিল হতেই পারে।  এনিয়ে জলঘোলা করার কোনও মানে হয় না।  দলে বিরোধী মতের একটা জায়গা থাকা উচিত। দেখা হলে দিলীপদা কি আমাকে জড়িয়ে ধরবেন না?  মতের অমিলই বাস্তব। একসঙ্গে চলতে গেলে অনেক কিছুই হয়। আমরা সবাই একটাই টিম। এটা বিতর্কের দিন নয়।


উল্লেখ্য, সোমবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে একহাত নেন বাবুল সুপ্রিয়। রানাঘাটে তাঁর ওই মন্তব্যের পরিপ্রক্ষিতে বাবুল টুইট করেন, দায়ীত্বজ্ঞাণহীন মন্তব্য করেছেন দিলীপদা। দিলীপ ঘোষ যা বলেছেন তাতে দলের কিছুই করার নেই। ওই মন্তব্য সম্পূর্ণই তাঁর কল্পনাপ্রসূত।


আরও পড়ুন-NPR বৈঠকে গোপনে প্রতিনিধি পাঠিয়েছেন মমতা, চাঞ্চল্যকর দাবি সেলিমের


বাবুল সুপ্রিয় এদজিন আরও বলেন, ফের সভাপতি হওয়ার জন্য ওঁকে শুভেচ্ছা জানাব। দল যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে।  দ্বিতীবার সভাপতি হওয়ার কোনও ছোট ব্যাপার নয়। উনি যেটা বলেছিলেন  সেটা তাঁর ব্যক্তিগত মত। আমিও যেটা বলেছি সেটাও আমার নিজস্ব মত।  একটা মতানৈক্য থাকবে। ওসব পেছনে ফেলে এগিয়ে যাওয়ার দিন।