নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় গ্রেফতার এক বাংলাদেশী। বুধবার তাকে উত্তর ২৪ পরগনার বাগদা বেয়াড়ার গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ফিরোজ।
জানা গিয়েছে, ফিরোজ নামে ওই ব্যক্তি বেয়াড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ সমাদ্দারের বাড়িতে ভাড়া থাকে। সম্প্রতি ফিরোজ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নজরে আসে সুধাময় বিশ্বাস নামে ওই গ্রামেরই আরেক বাসিন্দার। তিনিই ফিরোজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কুুপনে লেখা নির্দিষ্ট সময়ে দোকানে গেলেই মিলবে রেশন, ভিড় এড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিসের


 

অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ফিরোজকে গ্রেফতার করে পুলিস। গ্রেফতার করা হয় বাড়ি মালিক কৃষ্ণ সমাদ্দারকেও। অভিযোগ, তিনি অবৈধভাবে ফিরোজকে বাড়ি ভাড়া দিয়েছিলেন। বৈধ কাগজপত্র ছাড়াই ভাড়াটে হিসাবে থাকায় ওই বাড়ি থেকেই রত্ন এবং মনিকা মধু নামে আরও দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে বাগদা থানা পুলিশ।