বালুরঘাট: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরি ১০ ভরি সোনা
ওয়েব ডেস্ক: ফের বালুরঘাট শহরের বুকে চুরির ঘটনা ঘটনা। এবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। গত ৩ মাসে এই নিয়ে ৫ বার কলেজ পাড়া এলাকায় চুরির ঘটনা ঘটল। স্থানীয় তীর্থ মৈত্রের বাড়ির দরজার খিল খুলে আলমারি থেকে ১০ ভরি সোনা ও নগদ ১১ হাজার টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা।তীর্থ বাবু বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বারবার একই এলাকায় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পাড়ার লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও অধরা দুষ্কৃতীরা। আরও পড়ুন- মহার্ঘ ভাতা বকেয়া নেই রাজ্যের কর্মীদের, হাইকোর্টে জানাল সরকার