মহার্ঘ ভাতা বকেয়া নেই রাজ্যের কর্মীদের, হাইকোর্টে জানাল সরকার
ওয়েব ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের আর কোনও মহার্ঘ ভাতা বাকি নেই। বুধবার হাইকোটে এক মামলার শুনানিতে এমনটাই দাবি করলেন সরকারি আইনজীবী। তাঁর দাবি, সরকারি কর্মীদের যাবতীয় বকেয়া মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার।
গত সপ্তাহেই সরকারি কর্মীদের সম্মেলনে ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানান, বাকি মহার্ঘ ভাতা মেটানো হবে ২০১৯ সালে। এদিন আদালতে মামলাকারীদের আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এখনো ৪৮ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। সেই দাবি খারিজ করে সরকারি আইনজীবী পালটা দাবি করেন, রাজ্য সরকারি কর্মীদের আর কোনও মহার্ঘ ভাতা বাকি নেই।
যদিও প্রধান বিচারপতি নিশীথা মাত্রে জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ১৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার কোনও প্রভাব মামলার শুনানিতে পড়বে না।