নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক উদ্বাস্তু দিবসে আরও একবার উদ্বাস্তুদের অধিকারের পক্ষে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর টুইট, 'সমস্ত উদ্বাস্তুকে আশ্রয় দিতে তৈরি বাংলা।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

NRC দ্বন্দ্ব থিতিয়ে গেলেও এদিন মমতার এই টুইটের তাত্পর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, NRC-কে হাতিয়ার করে অসমের পঞ্চায়েত নির্বাচনের ময়দানে গো-হার হারলেও হাল ছাড়তে নারাজ নন তৃণমূলনেত্রী। আন্তর্জাতিক উদ্বাস্তু দিবসকে উপলক্ষ করে ফের একবার সেই বার্তা দিলেন তিনি। 


গত জুলাইয়ে অসমে প্রকাশিত হয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত খসড়া। তাতে প্রায় ৪০ লক্ষ নাগরিকের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বিরোধী দলগুলির দাবি, মুসলিমদের দেশছাড়া করতে পরিকল্পিতভাবে তাদের নাম বাদ দিয়েছে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারগুলি। 



'বাঙালি খেদাও' অভিযান চলছে বলে ঝড় তুলে শিলচর বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তৃণমূল। তবে অসম প্রশাসনের বাধায় বিমানবন্দরের চৌকাঠ যদিও পেরোনো হয়নি তাদের। এর পর অসমের পঞ্চায়েত নির্বাচনে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ১০০-র বেশি প্রার্থী দিয়ে একটি আসনেও জয় পায়নি তৃণমূল। আগামী ৩১ ডিসেম্বর NRC-তে নাম না থাকা ব্যক্তিদের পুনর্বিবেচনার আবেদনের শেষ দিন। 


সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়বে, আশ্বস্ত করলেন মোদীর মন্ত্রী


ওদিকে মঙ্গলবারই সংসদে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির জানিয়েছেন, অসম ছাড়া দেশের কোথাও NRC প্রয়োগের পরিকল্পনা নেই তাদের। তবে তাতেও কমছে না উত্তাপ। পশ্চিমবঙ্গে NRC প্রয়োগ করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার দাবিতে যতটা সোচ্চার বিজেপি, বিরোধিতায় ততটাই উত্তাপ ছড়াচ্ছেন তৃণমূলনেত্রী।