সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়বে, আশ্বস্ত করলেন মোদীর মন্ত্রী

অঠাওয়ালে বলেন, 'সরকার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দিতে চায়। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক তা দিতে দিচ্ছে না। তাছাড়া কিছু প্রক্রিয়াগত সমস্যাও রয়েছে। ফলে টাকা মিলবে। তবে ধীরে ধীরে।'

Updated By: Dec 18, 2018, 02:41 PM IST
সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়বে, আশ্বস্ত করলেন মোদীর মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: নানা বেফাঁস মন্তব্য করে নিয়মিত শিরোনামে থাকার অভ্যাস তাঁর। মোদী সরকারের এহেন মন্ত্রী রামদাস অঠাওয়ালে ফের একবার আলোচনার কেন্দ্রে। এবার তাঁর আশ্বাস, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ১৫ লক্ষ টাকা। তবে তাতে কিছু সময় লাগবে। 

অঠাওয়ালে বলেন, 'সরকার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দিতে চায়। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক তা দিতে দিচ্ছে না। তাছাড়া কিছু প্রক্রিয়াগত সমস্যাও রয়েছে। ফলে টাকা মিলবে। তবে ধীরে ধীরে।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুমুল প্রশংসা করে অঠাওয়ালে বলেন, 'নরেন্দ্র মোদী একজন অত্যন্ত তত্পর প্রধানমন্ত্রী। রাফাল চুক্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে তাঁকে ক্লিনচিট দিয়েছে। বিরোধীদের হাতে কোনও ইস্যু নেই, তাই তারা রাফাল নিয়ে চিত্কার করছে। তিন চার মাসে সবার হাওয়া বেরিয়ে যাবে। ফের একবার প্রধানমন্ত্রী হবেন মোদী।' 

মেয়ে লভ জিহাদের শিকার বলে সোচ্চার হয়েছিলেন, বিজেপিতে যোগ দিলেন সেই হাদিয়ার বাবা

দিন কয়েক আগে তিন রাজ্যের ভোটের ফল বেরনোর পর রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন অঠওয়ালে। তিনি বলেছিলেন, 'রাহুল গান্ধী এখন একজন পরিণত রাজনেতা হয়ে উঠেছেন। রাহুল গান্ধীকে এতদিন আমরা পাপ্পু বলতাম। কিন্তু এখন রাহুলের পাপা (বাবা) হওয়ার সময় এসেছে। সেজন্য তাঁর বিয়ে করা উচিত।'

.