নিজস্ব প্রতিবেদন: তিস্তার জল দিতে না পারায় বাংলাদেশ আমাদের ইলিশ দিচ্ছে না। বর্ষার শুরুতে বিধানসভায় এমনই আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। পাশাপাশি এদিন তিনি রাজ্য কয়েক বছরের মধ্যেই মাছ উত্পাদনে স্বনির্ভর হবে বলে আশ্বস্তও করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, 'বাঙালি মাছে ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?'


 



বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 'আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।'


জন্ম থেকে মৃত্যু পদে পদে কাটমানি নিয়েছে তৃণমূল, সংসদে খাঁটি বাংলায় সুর চড়ালেন লকেট


তিস্তা জলচুক্তি নিয়ে বাংলাদেশের ক্ষোভ নতুন নয়। ইউপিএ জমানার শেষ দিকে আশা জাগিয়েও স্বাক্ষর হয়নি চুক্তি। ওদিকে তিস্তার জলের দাবিতে অনড় বাংলাদেশ। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, ইচ্ছা থাকলেও উপায় না থাকায় দেওয়া যাচ্ছে না জল। তাতে দুঃখিত মমতা নিজেও।