নিজস্ব প্রতিবেদন : পেটিএম-এর কেওয়াইসি জমা দেওয়ার ফাঁদে পা দিয়ে ব্যাঙ্ক প্রতারণার স্বীকার হলেন এক যুবক। সুব্রত দাস নামে ওই যুবক হুগলীর চন্দননগরের ৮ নম্বর ওয়ার্ডের নাড়ুয়া পঞ্চাননতলার বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ভুয়ো পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে ধৃত ৩ বাংলাদেশি


সুব্রত দাস জানিয়েছেন, তিনটি অচেনা নম্বর থেকে তিনবার ফোন আসে তাঁর মোবাইলে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে রাজকুমার বলে পরিচয় দেন। তাঁকে বলেন, পেটিএম-এর জন্য কেওয়াইসি জমা নেওয়া হচ্ছে। সেইজন্য আধার ও প্যান কার্ডের তথ্য লাগবে।


আরও পড়ুন, বাইক নিয়ে ভলভোর নীচে ঢুকে গেলেন রেল কর্মী, পিষে দিল বাস


অজ্ঞাতপরিচয় রাজকুমারের ফাঁদে পা দিয়ে ওই ব্যক্তিকে নিজের আধার ও পান কার্ডের তথ্য দিয়ে দেন সুব্রত। আর তারপরই ঘটে বিপত্তি। আধঘণ্টার মধ্যে মধ্যে ৩টি মেসেজ আসে সুব্রত দাসের মোবাইলে। দেখা যায়, ৩ বারে মোট ৪০ হাজার ৪৮৩ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে।


আরও পড়ুন, নেশার টাকা না দিতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী!


এরপরই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের চন্দননগর শাখার সঙ্গে যোগাযোগ করেন সুব্রত দাস। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।