ভুয়ো পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে ধৃত ৩ বাংলাদেশি

বছর ছয়েক তামিলনাড়ুর ত্রিপুরে কাপড়ের কারখানায় কাজ করতে এসেছিলেন তাঁরা।

Updated By: Dec 20, 2018, 11:49 AM IST
ভুয়ো পাসপোর্ট সহ কলকাতা বিমানবন্দরে ধৃত ৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন : জাল পাসপোর্ট সহ তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হল কলকাতা বিমানবন্দরে। ধৃতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন।

আরও পড়ুন, বাইক নিয়ে ভলভোর নীচে ঢুকে গেলেন রেল কর্মী, পিষে দিল বাস

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, স্পাইসজেটের বিমানে কলকাতা থেকে ঢাকা যাচ্ছিল ধৃতরা। বুধবার বিমান রওনা দেওয়ার আগে তাদের গতিবিধি দেখে সন্দেহ হয় অভিবাসন দফতরের আধিকারিকদের। জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক উত্তর না মেলায় আরও গাঢ় হয় সন্দেহ। শেষে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন, নেশার টাকা না দিতেই স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিল স্বামী!

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ধৃতরা সম্পর্কে ভাই বোন। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের রাঙামাটির বাসিন্দা। বছর ছয়েক তামিলনাড়ুর ত্রিপুরে কাপড়ের কারখানায় কাজ করতে এসেছিলেন। সেখানেই জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে যুক্ত হয়।

আরও পড়ুন, বিহারের কাঁচামালে টিকিয়াপাড়ায় তৈরি অস্ত্র ফের চলে যেত মুঙ্গেরে! নয়া তথ্য

এখন নিজেদের জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে যাচ্ছিল। ধৃতদের জেরা করে চক্রের সঙ্গে জড়িত বাকিদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিস।

.