ওয়েব ডেস্ক : টানা বৃষ্টিতে বাঁকুড়ার পরিস্থিতি জটিল। গতকাল রাত থেকেই বৃষ্টিতে জল বেড়েছে সব নদীতে। কংসাবতী, শিলাবতী, দারকেশ্বর, ভৈরোবাকি, গন্ধেশ্বরী, শালি, বিড়াই নদীর জল বইছে বিপদসীমার ওপর। জলের তলায় দ্বারকেশ্বর নদের মীনাপুর ও ভাদুল সেতু।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শালি নদীর জল বাড়ায় বাঁকুড়ার সোনামুখী,পাত্রসায়রের বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। জেলা প্রশাসনের তরফে ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে।  তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।


পাশাপাশি, অতিবৃষ্টিতে সুন্দরবনের নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমার কয়েকশো একর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। গতকালের পর থেকে বৃষ্টি থামার নাম নেই।  বীজতলা নষ্টের জেরে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।


আরও পড়ুন, প্রবল বৃষ্টিতে ভাসছে বীরভূম, প্রশাসনিক তত্পরতায় খুলল জাতীয় সড়ক