মৃত্যুঞ্জয় দাস: ক্লাস প্রতি বেতন তিনশো টাকা! চুক্তির ভিত্তিতে স্পেশাল লেকচারার নিয়োগ করা হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে! নিয়োগ-বিজ্ঞপ্তি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'অভ্যন্তরীণ বিষয়', সাফাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দাবি ছিল দীর্ঘদিনের। রাজ্যের পালাবদলের পর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সেই ঘোষণার এক বছরের মধ্যেই পঠনপাঠনও শুরু হয়ে যায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক হিসেবে কারা চাকরি পেলেন? গ্রুপ ডি পদেইবা কাদের নিয়োগ করা হল? দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকী, সিবিআই ও ইডির তদন্তের দাবিতে পোস্টারও পড়েছিল বিশ্ববিদ্যালয়ে চত্বরে!


আরও পড়ুন: JOBLESS JUICEWALA : চাকরি হারিয়েই দোকান ! দুই বাঙালি করছেন কামাল


এদিকে গত ২৪ মার্চ ফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তিই এখন ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। নিন্দার ঝড় ওঠেছে। কেন? বিজ্ঞপ্তিতে উল্লেখ, পদার্থবিদ্যা বিভাগে চুক্তির ভিত্তি স্পেশাল লেকচারার নিয়োগ করা হবে। স্নাতকোত্তর তো বটেই, এই পদে নিয়োগের ক্ষেত্রে পিএইচডি অথবা নেট কোয়ালিফাইড হওয়া আবশ্যক। সপ্তাহে সর্বাধিক ৪টে ক্লাস করাতে পারবেন স্পেশাল লেকচারার। ক্লাস প্রতি বেতন তিনশো টাকা!


এর আগে, বাঁকুড়ায় প্রাথমিক স্কুলে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ক্লাস করানোর উদ্যোগ নিয়েছিল জেলা পুলিস। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল 'অঙ্কুর'। প্রবল সমালোচনার মুখে শেষপর্যন্ত প্রকল্পটি স্থগিত রাখার নির্দেশ দেয় শিক্ষা দফতর।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)