নিজস্ব প্রতিবেদন: ষষ্ঠীর রাতে রাস্তায় নেমে বিশেষ অভিযান চালাল বারুইপুর থানার পুলিস। আর তাতেই গ্রেফতার ৪২ জন। আটক ১০টি বাইক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাতে বারুইপুর থানা থেকে ওই বিশেষ অভিযানের সূচনা করেন অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রতিত্ বসু।  এদিন বারুইপুর পুলিস জেলার বিভিন্ন থানা থেকে রাস্তায় নামে পুলিসের স্পেশাল প্যাট্রোল টিম।


আরও পড়ুন-IPL 2021: Shakib Al Hasan ও Andre Russel-কে নিয়ে বড় মন্তব্য করলেন Eoin Morgan   


পুজোয় দর্শনার্থী অন্যান্যদের নিরাপত্তা দিতেই অভিযানে নামে পুলিস। কোথাও প্রকাশ্যে মদ্যপান, কোথাও ইভিটিজিংয়ের জন্য শুরু হয় ধরপাকড়।


আরও পড়ুন-#উৎসব: মহাসপ্তমীর কলাবউ পুজো আসলে কৃষিসভ্যতারই উদযাপন  


সন্ধে থেকে ১৫টি বাইক নিয়ে ৫টি দলে ভাগ হয়ে অভিযানে নামের ৩০ পুলিস কর্মী। এর সঙ্গে ছিল পুলিসের স্পেশাল আরটি-র টহলদারি। এর জেরেই আটক হয় ৪২ জন। বেপরোয়া বাইক চালানোর জন্য আটক করা হয় ১০ হাই এন্ড বাইক।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)