নিজস্ব প্রতিবেদন : গুন্ডা, মস্তান, জঙ্গি। এদের শায়েস্তা করাই তাদের কাজ। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কল অফ ডিউটির পরিধি বেড়ে গিয়েছে। চোর, ডাকু, ডন তো আছেই। এখন মশার পিছনেও ছুটতে হচ্ছে পুলিসকে! ডেঙ্গি সন্ত্রাস রুখতে মশার সঙ্গে এনকাউন্টারে নেমেছে বসিরহাট থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থান কাল পাত্র ভেদ বলে কিছু নেই। নরম শুঁড় ফুঁড়ে দিলেই হল! একেবারে অক্কা। উপদ্রব যখন বেড়েছে, তখন সতর্ক তো হতেই হয়। তাই ডেঙ্গি দমনে পথে নেমেছেন পুলিস কর্তারা। পেটাই চেহারার বড়বাবু আর মেজবাবু। উর্দি ছেড়ে সাতসকালে গায়ে সাদা জামা চড়িয়েছেন। রবিবার সকালে এমন দৃশ্যেরই সাক্ষী রইলেন বসিরহাটের বাসিন্দারা।


বাংলাদেশ বর্ডার ঘেঁষা বসিরহাট থানায় এমনিতেই সতর্ক থাকতে হয় পুলিসকে। এখন আরও বেশি সতর্ক থাকতে হচ্ছে উর্দিধারীদের। কারণ দুর্বৃত্ত যে বড়ই ধুরন্ধর! তাই পুরাতন বাজার,দাসপাড়া জুড়ে এরিয়া ডমিনেশন সেরে রাখলেন দারোগাবাবুরা। কারণ সতর্ক না হলে বিপদ।


আরও পড়ুন, সামসিতে রেল লাইনে ফাটলের পিছনে কি নাশকতার ছক?