বিমল বসু: উত্তরাখন্ড হাইকোর্টের (Uttarakhand High Court) প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট (Facebook Account) হ্যাক (Hack) করার অভিযোগে বসিরহাটের (Basirhat) মাটিয়া থানার বেগমপুর থেকে গ্রেফতার (Arrest) এক ছাত্র। অভিযুক্ত ছাত্র স্থানীয় স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, ধৃত ছাত্র উত্তরাখন্ড হাইকোর্টের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। অভিযোগের ভিত্তিতে মাটিয়া এবং উত্তরাখন্ডের মোল্লিতাল থানার পুলিস যৌথ অভিযান চালায়। তারপরই বুধবার সকালে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে পুলিস। ধৃতকে এদিন বসিরহাটের এসিজেএম আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরাখন্ড নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন।


পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের বাবা পেশায় একজন চপ বিক্রেতা। মাস দুয়েক আগে উত্তরাখন্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট প্রথমবার হ্যাক করে ওই ছাত্র। প্রথমে বিষয়টিতে অত গুরুত্ব দেওয়া হয়নি। এরপর ১৮ জুলাই ফের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করলে সন্দেহ বাড়ে। তখনই ঘটনাটি জানানো হয় উত্তরাখন্ডের নৈনিতাল জেলার মোল্লিতাল থানার পুলিসকে। 


বিচারপতির কাছে থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে মোল্লিতাল থানার পুলিস। তদন্তে তারা মাটিয়া থানার বেগমপুরের ছাত্রের হদিশ পায়। তারপরই উত্তরাখন্ডের মোল্লিতাল থানার সাব-ইনসপেক্টর দীপক বিস্তের নেতৃত্বে চারজনের একটি দল সোমবার রাতে মাটিয়ায় পৌঁছায়। অভিযুক্তের কাছে থাকা একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিস। 


পুলিসের দাবি, জেরার মুখে ওই ছাত্র স্বীকার করেছে যে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে ২ বার প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছিল। প্রাথমিক তদন্তে পুলিস এটাও জানতে পেরেছে যে, ওই ছাত্র বড় একটা প্রতিবেশীদের সাথে মিশত না। অধিকাংশ সময়ই মোবাইল ঘাঁটাঘাটি করত। ওদিকে বাড়িতে পুলিস পৌঁছনোর আগেই তার ব্যবহৃত সিম কার্ড দুটি পুকুরের জলে ফেলে দেয় সে। 


আরও পড়ুন, Daspur Accident: বুক ফুঁড়ে বেরিয়ে গেল বাঁশ, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)