ওয়েব ডেস্ক: ২২ ঘণ্টা কেটে গেছে। এখনও নেভেনি কালনার বেচারহাটের বস্তা কারখানার আগুন। গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন ধরে যায় কারখানাটিতে। রাতভর চলেছে আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর জন্য কাজ করছে দমকলের সাতটি ইঞ্জিন। এখনও বেশকিছু জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফাঁকা করে দেওয়া হয়েছে আশপাশের বাড়ি।  গতকাল সন্ধের বৃষ্টিতে কিছুটা বাগে আসে আগুন। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।


অন্যদিকে, গতকালের ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা, রঘুনাথগঞ্জ ও জাঙ্গিপুরে। ফরাক্কার ৯টি গ্রাম পঞ্চায়েতের বহু বাড়ি মাটিতে মিশে গিয়েছে। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ফলে অন্ধকারে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। প্রভাব পড়েছে আম ও লিচুর ফলনে। রঘুনাথগঞ্জ ও জাঙ্গিপুরে ঘর হারিয়ে আমগাছের নিচে আশ্রয় নিয়েছেন মানুষজন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী জাকির হোসেন। গ্রামে গ্রামে ঘুরে ত্রিপল ও চাল-ডাল বিলি করছেন তিনি।