নিজস্ব প্রতিবেদন:  রহস্যজনকভাবে নিখোঁজ NEET পরীক্ষার্থী। বেলঘরিয়ার বাসিন্দা বছর কুড়ির রাকশীত মিত্তল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ বলে দাবি পরিবারের। বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙার একটি আমবাগান থেকে তাঁর স্কুটি ও হেলমেট উদ্ধার করে পুলিস। রাকশীতের অন্তর্ধান রহস্য নিয়ে ধন্দে পুলিস।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাকশীত মঙ্গলবার রাত আটটা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে বের হয়। বেলঘরিয়া আলমবাজার মন্দিরের সিসিটিভিতে তাঁকে পুজো দিতে দেখা যায় দেখা যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। মোবাইলে তাঁর শেষ টাওয়ার লোকেশন দত্তপুকুর এলাকায়। এরপর মোবাইলও সুইচ অফ হয়ে যায়। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়।

আরও পড়ুন: লাদাখে ফের ভারতীয় সেনা জওয়ান শহিদ, লাল ফৌজের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

রাতেই বেলঘরিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকালে বেলডাঙায় রাকশীতের স্কুটি ও হেলমেট উদ্ধার হয়। বেলডাঙার পুলিস গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে বেলঘরিয়া পুলিসের সঙ্গে যোগাযোগ করে। যদিও রাকশীতের দেহ এখনও উদ্ধার হয়নি। আদৌ কি উচ্চবিত্ত পরিবারের মেধাবী ছাত্র রাকশীত পরীক্ষার ভয়ে আত্মগোপন করেছেন, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিস।