Arjun Singh: `রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে আমাকে খুনের জন্য, স্প্রে করে দিলেই মাল্টি অর্গ্যান ফেলিওর`
Arjun Singh: ২০২০ সালের ভাটপাড়া পুরসভার ৪ কোটি টাকা দুর্নীতির এক মামলায় আজ ভবানীভবনে সিআইডির কাছে হাজিরা দিয়ে যান অর্জুন সিং
বরুণ সেনগুপ্ত: তাঁকে মেরে ফেলার জন্য রাশিয়া থেকে আনা হয়েছে বিষাক্ত রাসায়নিক। সেই রাসায়নিক স্প্রে করে দিলেই মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে। টার্গেটে রয়েছেন তিনি, শুভেন্দু অধিকারী-সহ চারজন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অর্জুন সিং।
আরও পড়ুন-বাবা সিদ্দিকিকে গুলি করার পর হাসপাতাল পর্যন্ত কেন গিয়েছিল শ্যুটার শিব! জেরায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য
কীভাবে ব্যবহার করা হবে সেই রাসায়নিক? অর্জুন সিংয়ের দাবি, সিআইডি জেরার সময় সেই রাসায়নিক চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে। আগামী ৩-৪ মাসের মধ্যে কিছু যদি হয়ে যায় তাহলে তার জন্য সিআইডি দায়ি থাকবে। বহুদিন ধরেই এমন পরিকল্পনা করা হচ্ছে। তাই চার বছরের পুরনো কেসে ডাকা হয়েছে।
২০২০ সালের ভাটপাড়া পুরসভার ৪ কোটি টাকা দুর্নীতির এক মামলায় আজ ভবানীভবনে সিআইডির কাছে হাজিরা দিয়ে যান অর্জুন সিং। যাওয়ার আগে তিনি সংবাদমাধ্য়মের সামনে বলেন, শুভেন্দু অধিকারী, আমি ও আরও চার জনকে মেরে ফেলার একটি পরিকল্পনা করা হয়েছে। চার বছর পর ফের আমি দোষী হয়ে গেলাম, এটা হতে পারে না। এমনসব কেমিক্যাল রয়েছে যে আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে আপনি ২-৩ মাসের মধ্যে মারা যাবেন। আপনার মাল্টি অর্গান ফেলিওয় হয়ে যায়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি , আমাকে, শুভেন্দু অধিকারী-সহ আরও ৪ জনকে খুনের চক্রান্ত এই সরকার করছে।
অর্জুন সিং আরও বলেন, এই রাসায়নিকটা একরকম বিষ। আপনার শরীরে যদি ওই রাসায়নিক ছুঁয়ে যায় তাহলে ৩ মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওয় হবে। আপনি মারা যাবেন। এরকম একটা প্ল্যান চলছে যাতে ২০২৬ এর ভোটে আবার এরা জিততে পারে। আজ যদি আপনাকে কেউ মেরে দেয় তাহলে তা খবর হয়। আর যদি আপনার মাল্টি অর্গান ফেলিওয় হয় তাহলে তো হইচই হয় না। গত চার বছর কোনও হেলদোল ছিল না। চার বছর পরে ৪ কোটি টাকার দুর্নীতির মামলায় ডাকা হয়েছে। দুশো, পাঁচশো, হাজার কোটি টাকা দুর্নীতি বললে আমার মান সম্মান থাকতো। যে অর্জুন সিং অ্যাসোসিয়েটসের মাসে ১০ কোটি টাকার লেবার পেমেন্ট দেয় তাকে ৪ কোটি টাকার দু্রনীতির জন্য ডাকা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)