রাজ্যে এল আরও ৭৫ হাজার Covaxin ডোজ, কাল থেকে টিকাকেন্দ্রে
ভ্যাকসিন সঙ্কটের মাঝেই কিছুটা স্বস্তি
নিজস্ব প্রতিবেদন: ভ্যাকসিন সঙ্কটের মাঝেই কিছুটা স্বস্তি। রাজ্যে এল কোভ্যাক্সিনের (Covaxin) আরও ৭৫ হাজার ডোজ। শনিবার সকাল আটটা নাগাদ হায়দ্রাবাদ থেকে কলকাতা বিমানবন্দরে ভ্যাকসিন নিয়ে নামে এয়ার ইন্ডিয়ার বিমান। সেখান থেকে বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হয়েছে কোভ্যাক্সিন। গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন এ রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য কোভ্যাক্সিন ও কোভিশিল্ড মিলিয়ে মোট ৩ লক্ষ ৬৬ হাজার ডোজের বরাত দিয়েছিল রাজ্য সরকার। গত রবিবার সেই বরাত থেকেই ১ লক্ষ কোভ্যাক্সিন পাঠানো হয়। আজ ফের ৭৫ হাজার ডোজ এল। কাল থেকেই বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে পাঠানো হবে টিকা।
আরও পড়ুন: আগামী সপ্তাহেই বাজারে DRDO এর করোনার ওষুধ, আশার আলো চিকিৎসামহলে
প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০,৮৪৬। গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ১৩৬ জন। বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২,৯৯৩। কোভিড-মৃত্যুতে রেকর্ড রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৭৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৭৯২ জন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় কোভিডে রেকর্ড মৃত্যু রাজ্যে, সংক্রমিত ২১ হাজারের কাছাকাছি