নারায়ণ সিংহ রায়: দিদা হওয়ার অপেক্ষায় বেঙ্গল সাফারির শিলা। জানা গিয়েছে সাদা বাঘ কিকা অন্তঃসত্ত্বা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিদা হওয়ার অপেক্ষায় বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। রয়্যাল বেঙ্গল টাইগার শিলার তৃতীয় সন্তান কিকা আপাতত কয়েক সপ্তাহের অন্তঃসত্ত্বা। এমনটাই মনে করছেন চিকিৎসক ও সাফারি পার্কের কর্তারা।  তাকে বাকিদের থেকে আলাদা করে রাখা হয়েছে। সাদা বাঘ কিকার ভূমিষ্ঠ হতে চলা সন্তানও তাই যথেষ্ট স্পেশাল। সেকথা মাথায় রেখেই যত্ন নেওয়া হচ্ছে মায়ের।


ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির কাছে এই বিষয়ে সব তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী অগাস্ট কিংবা সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দিতে পারে কিকা। আপাতত তাই সাফারি পার্কের সন্তানসম্ভবা মাকে দেখভালের ওপর বিশেষ নজর দিচ্ছে পার্ক কর্তৃপক্ষ। সন্তান না হওয়া পর্যন্ত কিকাকেও আর সাফারিতে ফিরতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনই পুরো বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছেন না পার্কের কর্তারা।


আরও পড়ুন: DA Protest | Akhil Giri: 'কটাক্ষ নয়, অখিল গিরির আমাদের ধন্যবাদ জানানো উচিৎ', পাল্টা দাবি সংগ্রামী যৌথ মঞ্চের


অন্তঃসত্ত্বার বিষয়টিকে কেন্দ্র করে সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার জানান, ‘অনুমান করা হচ্ছে কিকা অন্তঃসত্ত্বা রয়েছে। অন্তঃসত্ত্বা বিষয়টি অনুমান করার সঙ্গে সঙ্গেই বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কিকাকে। সবকিছুর উপর নজরদারি চালানো হচ্ছে। খাওয়ার উপর বিশেষ নজর দেওয়ার। বাইরে ডিসপ্লে না করা, এগুলো প্রিকোশন হিসেবে রাখা হয়েছে’।


২০১৭ সালে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শিলা এবং স্নেহাশিসকে নিয়ে আসা হয়েছিল। তার কিছুদিন পরে বিভান নামে আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসা হয়। সাফারি পার্কে আসার মাস আটেক বাদে শিলা এবং স্নেহাশিসের মধ্যে সখ্য হয়। এরপরই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিলা। ২০১৮ সালের ১১ মে তিন সন্তানের জন্ম দেয় শিলা। তার মধ্যে একটি সাদা বাঘ ছিল। মুখ্যমন্ত্রী নিজে এই তিনটি বাঘের নামকরণ করেছিলেন কিকা, ইকা এবং রিকা। পরবর্তীতে ইকার মৃত্যু হয়। এরপর থেকে একের পর এক সন্তানের জন্ম দিয়েছে শিলা।


আরও পড়ুন: North 24 Prgs News: প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় ঘরে ঢুকে একের পর এক গুলি যুবকের


এই মুহূর্তে সাফারি পার্কে বাঘের সংখ্যা ১০। তার মধ্যে একটি মাত্র সাদা বাঘ এবং একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ, দুটি মধ্যবয়সি পুরুষ বাঘ এবং দুটি পুরুষ শাবক রয়েছে। মনে করা হয়েছে, এই পূর্ণবয়স্ক ও মধ্যবয়সি তিনটি পুরুষ বাঘের মধ্যে কোনও একটির সঙ্গে কিকার সখ্য হয়েছে চলতি বছরের এপ্রিল মাসের দিকে। এরপরেই কিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অনুমান।


তবে কিকার অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা সামনে আসার পর কিন্তু বেঙ্গল সাফারি পার্কে প্রজননকেন্দ্র গড়ে তোলার দাবি জোরালো হচ্ছে। একের পর এক বুনোদের সফল প্রজনন হলেও কেন সাফারি পার্কে স্থানীয় প্রজননকেন্দ্র হবে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।


ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সাফারি পার্কে প্রজননকেন্দ্র গড়ে তোলার জন্য সেন্ট্রাল জু অথরিটির কাছে অনুমতি চেয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে ছাড়পত্র মিললে তবেই কাজ শুরু হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)