অবরোধ তুলতে এলে পুলিসকে চকোলেট বামকর্মীদের
আবার কোথাও পুলিসের হাতে গোলাপ ফুলও ধরিয়ে দিয়েছেন ধর্মরাঘটীরা।
নিজস্ব প্রতিবেদন: চিরচরিত বনধের ছবি থেকে শুক্রবারের চুঁচুড়া রোডে বাম কর্মীদের অবরোধের ছবিটা ছিল অনেকটা আলাদা। পুলিসের সঙ্গে কোনও বচসায় না গিয়ে মিষ্টি মুখ করায় তাঁদের। তাও আবার চকোলেট দিয়ে। প্রসঙ্গত, বলে রাখা ভালো যে ছবি সামনে এসেছে তাতে স্পষ্ট পুলিস সেই চকোলেট নিতে অস্বীকার করেন।
যশোর রোডে অবরোধ তুলতে এলে পুলিসকে চকোলেট দেওয়ার ছবি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। আবার কোথাও পুলিসের হাতে গোলাপ ফুলও ধরিয়ে দিয়েছেন ধর্মরাঘটী। চকোলেট বা ফুল দেওয়ার সময় বামকর্মীদের বলতে শোনা গেল, 'আপনারা আমাদের লাঠিপেটা করেছেন আমরা আপনাদের চকোলেট দিচ্ছি'।
উল্লেখ্য, বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ ১২ ঘণ্টার ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। ধর্মঘট ঠেকাতে তৎপর প্রশাসন। গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিস মোতায়েন করা হয়েছে।