অয়ন ঘোষাল: আজ ঘূর্ণাবর্ত। কাল নিম্নচাপ! বঙ্গোপসাগরে এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি উত্তরবঙ্গে। স্বল্পবৃষ্টির সম্ভাবনা দক্ষিণের উপকূলের জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া কার্যকর। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে মঙ্গলবার থেকে উত্তর-মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Respiratory Syncytial Virus: সাবধান! আপনার শিশুরও হতে পারে এই রোগ, পূর্ব মেদিনীপুরে হানা নতুন ভাইরাসের...


দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। বেলার দিকে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার ও বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলায়। মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। বুধবার মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে।


উত্তরবঙ্গে রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন হেরফের নেই। আজ উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। পরবর্তীতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায়। কলকাতায় শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামীকাল ও পরশু কুয়াশা ও ধোঁয়াশা সকালের প্রথম দুই ঘন্টা। আপাতত মূলত পরিষ্কার আকাশ। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আগামী চার-পাঁচ দিন। 


 কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি । গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৫ শতাংশ। যদিও কুয়াশার সম্ভাবনা বেশি বিহারে। আগামী ৩-৪ দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে বিহারের কিছু অংশে। এছাড়াও কুয়াশা থাকবে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু জেলায়।


ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে যেটি কেরালা উপকূল সংলগ্ন। আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল। একটি অক্ষরেখা রয়েছে এই যেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।



আরও পড়ুন, Jagaddhatri Puja 2024: আপনার হাতে স্মার্টফোন থাকলেই হবে, চন্দননগরে যেতে হবে না জগদ্ধাত্রী দর্শনে!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)