অয়ন ঘোষাল: রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়া। উত্তর-পশ্চিম ও পশ্চিমি হাওয়ার প্রভাব বাড়বে। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ, সোমবার সকালের দিকে দক্ষিণবঙ্গে কিছু জেলায় ঘন এবং বাকি জেলায় হালকা কুয়াশা। বেলা বাড়লে মেঘমুক্ত পরিষ্কার আকাশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bangladesh: অন্ধকারে বাংলাদেশ! কেন আদানি কোম্পানির বকেয়া মেটাচ্ছে না ইউনূস সরকার?


শীতের আমেজ


পশ্চিমাঞ্চলের জেলায় হালকা শীতের আমেজ আগামী ৪৮ ঘণ্টায়।  নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্য জুড়েই কমবে তাপমাত্রা। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। 


সিস্টেম


বাংলাদেশ থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা। তামিলনাড়ু উপকূল ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে ঘূর্ণাবর্ত।


দক্ষিণবঙ্গ


আগামীকাল, মঙ্গলবার এবং পরশু বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে। এর প্রভাব পড়তে পারে উপকূল-সংলগ্ন জেলা কলকাতা হাওড়া ও হুগলিতে। আকাশ মেঘলা হতে পারে। আগামী তিন চার দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। 


উত্তরবঙ্গ


উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস সপ্তাহের মাঝে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও। ৭ নভেম্বর শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। আগামী চার দিনে অন্তত দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।


কলকাতা


দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা নেমে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাভাবিকের ঘরে আসতে পারে। সকালের দিকে শহরের একটা বড় অংশ কুয়াশায় ঢাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। কাল আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধাপে ধাপে কমবে। শুক্রবারের পর সকালে হিমের পরশ। তবে মূল শীত আসতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা কলকাতায়। 


কলকাতার তাপমান


আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। দুটি তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়নি। 


আরও পড়ুন: Extreme Winter 2024: 'লা নিনা'ই এবার ডেকে আনতে পারে মর্মান্তিক শীত! অনুমান হাওয়া অফিসের...


ভিন রাজ্যে


ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল কেরল এবং মাহেতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু পন্ডিচেরি করাইকাল অন্ধ্রপ্রদেশ সীমা এবং তেলেঙ্গানায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)