অয়ন ঘোষাল: এবার গলা ছেড়ে গেয়ে উঠতে চাইছেন-- 'মন মোর মেঘের সঙ্গী'? চিন্তা নেই, সেদিন এল বলে! আগেকার সময়ে বর্ষা শুরুর নির্দিষ্ট দিন ছিল ১১ জুন। মোটামুটি এই সময়েই বঙ্গে ঢুকে যেত বর্ষা। এখন বিশ্ব জুড়ে জলবায়ুগত নানা পরিবর্তনের জেরে বর্ষা শুরুর দিন ক্রমশই পিছোচ্ছে বাংলায়। এর আগের কয়েকবছরেও বৃষ্টি অনেক দেরি করে ঢুকেছে। এবারেও তেমনই ঘটতে চলেছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর হাওয়াবদলের তারিখ ১৮ জুন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bengal Weather Today: মালদায় থমকে মৌসুমী অক্ষরেখা, দক্ষিণবঙ্গে একইসঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি এবং তাপপ্রবাহ


মোটামুটি ১৮ জুন থেকে দিনকয়েকের মধ্যেই বৃষ্টি ঢুকবে দক্ষিণবঙ্গে। ১৮ জুন থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গবাসীর বৃষ্টির জন্য এই চাতক-প্রতীক্ষার অবসান ঘটবে বলে জানা গিয়েছে। এর অর্থ, বাংলায় বৃষ্টির পথ এবার খুলতে চলেছে। পশ্চিমবঙ্গ জুড়ে এবার তৈরি হচ্ছে বর্ষা-প্রবেশের অনুকূল পরিস্থিতি। 


তবে এর আগে পর্যন্ত তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে বলেই আশঙ্কা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ১৭ জুন পর্যন্ত। গাঙ্গেয় উপকূল-সহ দক্ষিণবঙ্গে ১৭ জুন পর্যন্ত অসহ্য ঘর্মাক্ত অস্বস্তিই বহাল থাকবে বলে জানা গিয়েছে।
তবে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দুই জেলায় ভারী এবং বাকি ৩ জেলায় মাঝারি বৃষ্টি। 


আরও পড়ুন: Update Your Aadhar Details: আধার কার্ড আপডেট করার শেষ দিন কবে জানেন? এর পরে কিন্তু...


আলিপুর আবহাওয়া দফতরের তরফে আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৭ তারিখ পর্যন্ত বর্ষার সম্ভাবনা নেই। ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা যেমন, ঝাড়গ্রাম বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। উপকূল এবং উপকূল-সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বৃষ্টি চলবে, কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। দুই দিনাজপুর ও মালদাতেও বৃষ্টিপাত চলবে। ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে অস্বস্তিকর, বজায় থাকবে গরম।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)