অয়ন ঘোষাল: বিদায়ের পথে চলতি শীতের প্রথম স্পেল। এই সপ্তাহের শেষে ফের দ্বিতীয় স্পেলের সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এই সপ্তাহে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি উপরে থাকবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬ ডিসেম্বর তা[মাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি। ১৭ ডিসেম্বর ছিল ১৩.২ ডিগ্রি। অন্যদিকে ১৮ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি। ১৯ ডিসেম্বর তাপমাত্রা হবে ১৬.৮ ডিগ্রি।


ফের কবে শীত আসবে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং বুধবারের পর সাময়িকভাবে শীতের আমেজ কমবে। শুক্রবারের পর ফের কিছুটা পারাপতন ঘটবে বলেও জানানো হয়েছে। পাশপাশি এই সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার পূর্বাভাস রয়েছে। বড়দিনে শীতের আমেজ নিয়েই আনন্দ করবেন শহরবাসি এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।


আরও পড়ুন: Bardhaman Child Death: নাকে রক্তের দাগ স্পষ্ট; চোখের নীচে কালশিটে, বর্ধমানে শিশুর মৃতদেহ নিয়ে বাড়ছে রহস্য


কলকাতায় ভোরের আকাশে কুয়াশা দেখা যাবে। বেলা বাড়লে পরিস্কার আকাশ। জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বাতাসে। সর্বাধিক জলীয় বাষ্প ৯৪ শতাংশ। আগামিকাল দিনের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। রবিবার রাতের তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি।


আরও পড়ুন: Gojoldoba Bridge: মাঝখান থেকে ফুটিফাটা ব্রিজ, যান চলাচল বন্ধ হয়ে গেল গজলডোবা সেতুতে


রাজ্য জুড়ে সোমবার শুষ্ক আবহাওয়া দেখতে পাওয়া যাবে। রাজ্যের কোনও জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও জানা যায়নি। আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার কোনও বড় পরিবর্তন দেখা যাবে না। এছাড়াও রাজ্যের কোনও জেলায় আগামী কিছুদিন কোনও সতর্কতা নেই বলেও জানানো হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)