Bardhaman Child Death: নাকে রক্তের দাগ স্পষ্ট; চোখের নীচে কালশিটে, বর্ধমানে শিশুর মৃতদেহ নিয়ে বাড়ছে রহস্য
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুটি এলাকার নয়। তবে কোনও সম্ভ্রান্ত পরিবারের হতে পারে বলেই সন্দেহ। অন্য কোনও জায়গা থেকে এই নৃশংস কাজ করে এই এলাকায় কেউ বা কারা ফেলে দিয়ে গেছে বলে অনুমান
অরূপ লাহা: রবিবার সাত সকাল এক শিশু সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের আলুডাঙ্গা ঘোষপাড়ার অরভিলপল্লী এলাকায়। মৃত শিশুটির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২ বছর। মাথায় গোলাপী রংয়ের টুপি,গায়ে সোয়েটার। একটি রঙিন কম্বলে জড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বর্ধমান থানার পুলিস। স্থানীয় বাসিন্দারা জানান সকালে এলাকার দু'টি বাড়ির মাঝে ফাঁকা জায়গায় একটি কম্বলে জড়ানো একটি শিশুকে পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। তারাই বর্ধমান থানায় খবর দেন।
আরও পড়ুন-কচ্ছপ-ঈগল-শামুক-কুকুর-বিড়াল! প্রায় সবার বিচারেই কাপ মেসির...
খবর পেয়ে পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শিশুটিকে। শিশুটির চোখের তলায় কালশিটের দাগ রয়েছে, নাক দিয়ে রক্ত বেরিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, শিশুটির উপর অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। পরে তাকে ওই জায়গায় ফেলে রেখে দেওয়া হয়। তবে কে বা কারা, কোথা থেকে এসে এই নারকীয় কাজ করে গেছে সে বিষয়ে এখনই কিছু বোঝা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুটি এলাকার নয়। তবে কোনও সম্ভ্রান্ত পরিবারের হতে পারে বলেই সন্দেহ। অন্য কোনও জায়গা থেকে এই নৃশংস কাজ করে এই এলাকায় কেউ বা কারা ফেলে দিয়ে গেছে বলে অনুমান। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।