নিজস্ব প্রতিবেদন: রাজ্যে সক্রিয় বড়সর ATM  জালিয়াতি চক্রের পর্দাফাঁস। চাকদায় হরিয়ানা থেকে আসা ৩ জালিয়াতকে ধরে ফেলল পুলিস। ATM-এ স্কিমার, ক্যামেরা বসিয়ে কার্ড ক্লোন করে চলত জালিয়াতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ATM-এ কার্ড সোয়াইপ করে PIN দিলেই বিপদ! সব তথ্য চলে যেত জালিয়াতদের হাতের মুঠোয়। ATM মেশিনে কার্ড ক্লোন করার জন্য স্কিমার বসানো হত। সেই সঙ্গেই কি-বোর্ডের ওপরে বসানো হত পিনহোল ক্যামেরা। নকল ATM  কার্ড বানিয়ে চলত জালিয়াতি। হরিয়ানা থেকে ৩-৪ জনের দল রাজ্যে আসত। ৪০ থেকে ৫০টি অপারেশন করেই নিজেদের রাজ্যে ফিরে যেত তারা।


আরও পড়ুন- রেলে নতুন করে ১০ লক্ষ চাকরির সুযোগ, আশ্বাস রেলমন্ত্রীর


দেরাদুন থেকে CID-র কাছে খবর আসে মুর্শিদাবাদ যাচ্ছে একদল জালিয়াত।  খবর পেয়েই সতর্ক করা হয় ৩ জেলার পুলিসকে।  চাকদায় ধরা পরে ৩জন। হরিয়ানার নাম্বার প্লেট দেওয়া গাড়ি আটক হয়েছে। যে ফোন থেকে অভিযুক্তদের ট্র্যাক করা হয়েছিল সেটিও উদ্ধার করেছে পুলিস। নিজের অজান্তে এমন ভাবে টাকা হাপিশ হচ্ছে , জানতে পেরে রীতিমতো আতঙ্কে গ্রাহকরাও।