প্রসেনজিত্‍ সর্দার: ভাঙড়ে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি। ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকার চাইছে তৃণমূল। এমনটাই অভিযোগ নওশাদ সিদ্দিকীর। পাল্টা তৃণমূল নেতা আহসান মোল্লার বক্তব্য, নওশাদ বাজার গরম করতে এসেছে, ও প্রমাণ দিয়ে দেখাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন,Unnatural Death: ভাড়া বাড়ি চত্বরে পড়ে দেহ! কারখানার কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য...


কয়েক দিন আগে  প্রকাশ্যে মঞ্চ থেকে যেখানে ঘর দেওয়ার নাম করে কোনও তৃণমূল নেতা টাকা চাইলে জুতো ও গালে থাপ্পড় মারার নিদান দিলেন সংসদ সায়নী ঘোষ ও বিধায়ক শওকত মোল্লা। এদিন সেখানেই ঘরের দুর্নীতি ও ঘর পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুড়ি হাজার টাকা চাওয়ার অভিযোগ করছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।


ভাঙড়ে আবাস যোজনার ঘর নিয়ে চরম দুর্নীতি হচ্ছে এবং ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন ভাঙড়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরের ফুলবাড়ী এলাকায় জনসংযোগ কর্মসূচি করতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করেন আইএসএফ বিধায়ক।


তাঁর আরও অভিযোগ, যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে আবাস যোজনার ঘর। আর ঘর পায় না গরিব মানুষ। অন্যদিকে, নওশাদ সিদ্দিকীর জনসংযোগ কর্মসূচির পর তৃণমূলের মিছিল বের হয়। তৃণমূল নেতা সাবিরুল ইসলামের নেতৃত্বেই মিছিল বের হয়।


তবে নওশাদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল নেতা আহসান মোল্লা বলেন।  বলেন, নওশাদ কি ঘর দিচ্ছে? আমাদের সরকার দিচ্ছে ঘর। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যাদের ছাদ দেওয়া বাড়ি আছে তাদের ঘর দেওয়া হবে না।


পাশাপাশি কিছুদিন আগে বিধায়ক শওকত মোল্লা ও সাংসদ সায়নী ঘোষ ও একই কথা জানিয়েছিল এবং ঘরের নাম করে কেউ টাকা চাইলে তাদের জুতো ও গালে থাপ্পর মারার কথা বলেছিলেব সাংসদ সায়নী ঘোষ ও বিধায়ক শওকাত মোল্লা। তাই নওশাদ একটা প্রমাণ দিয়ে দেখাক ও বাজার গরম করতে এসেছে, দাবি আহসান মোল্লার।



আরও পড়ুন, Canning: কালিয়াচকের পর ক্যানিং! ফের সালিশি সভায় মহিলাকে নির্যাতন...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)