নিজস্ব প্রতিবেদন:  ভাটপাড়া পৌরসভায় উন্নয়নের জন্য টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন ভাটপাড়ার পৌরপ্রধান সৌরভ সিং। এক্ষেত্রে শীঘ্রই আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সৌরভ সিং অভিযোগ করে বলেন, “যেদিন থেকে ভাটপাড়া পৌরসভা বিজেপির দখলে এসেছে, সেইদিন থেকে বন্ধ হয়ে গিয়েছে রাজ্য সরকারের সমস্ত অনুদান। বন্ধ হয়ে গিয়েছে উন্নয়নের সব টাকা।” এরফলে মুখ থুবড়ে পড়েছে ভাটপাড়া পৌরসভার নাগরিক পরিষেবা।


‘Amazon’ থেকে জামা কিনে অ্যাকাউন্ট থেকে ১১ হাজার টাকা খোয়ালেন নিমতার দম্পতি!


সৌরভ সিং জানান,  আরবান ক্যাসুয়াল ফান্ড, ফর্টিন ফিন্যান্স ডেভলপমেন্ট-সহ বেশ কিছু ক্ষেত্রে টাকা আটকে রয়েছে। রাজ্য সরকারের অর্থ দফতর টাকা আটকে রেখেছে বলে অভিযোগ।


পৌরপ্রধান বলেন,  “দুই মাস ধরে ৪০০০ হাজার  অস্থায়ী এবং আরবান ওয়ার্কারদের মজুরি দিতে হচ্ছে পৌরসভার নিজস্ব ফান্ড থেকে।“ রাজ্য সরকার যদি অবিলম্বে টাকা না পাঠায়, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।