অর্জুন পরিচালিত ভাটপাড়া সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতি ভাঙল রাজ্য
ভাটপাড়া কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং।
নিজস্ব প্রতিবেদন: অর্জুন পরিচালিত ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতি ভেঙে দিল রাজ্য সরকার। সমবায় দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভাটপাড়া কো অপারেটিভ ব্যাঙ্কের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দেওয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হয়। পরিবর্তে সরকারি প্রতিনিধিকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন - কংগ্রেসের টিকিটে লড়তে পারেন বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন
জানা গিয়েছে, এই কো-অপারেটিভ ব্যাঙ্কের চারটি শাখা রয়েছে। চারটি শাখায় মোট গ্রাহকের সংখ্যা এক লক্ষ সাত হাজার জন। এই ব্যাঙ্কে বছরে মোট ১৭০ কোটি টাকা লেনদেন হয়।
অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর একটা প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে, সত্যিই কি তবে ব্যক্তি অর্জুন ফ্যাক্টর কাজ করবে? তা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। তুঙ্গে শাসক-বিরোধী রাজনৈতিক তরজাও।