নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগ নেতাজি মোড় এলাকায়। এদিন লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন এক মোটর বাইক আরোহী। চিকিৎসার জন্য তৎক্ষণাৎ তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভোটের মুখে লেকটাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকা, ধৃত ৩


ঘটনাকে কেন্দ্র করেই মুহূর্তে উত্তেজনা ছড়ায়। সিগন্যালের কাছে কেন ট্রাফিক পুলিশ থাকে না তার প্রতিবাদে প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করেন এলাকার মানুষজন। ঘটনায় আরামবাগ- কলকাতার জাতীয়সড়ক অবরুদ্ধ হয়। যানচলাচল ব্যহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌছায় আরামবাগ থানার পুলিস বাহিনী। পুলিসদেরও ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ব্যস্ততম এই রাস্তার প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিসের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ পুলিস না থাকার কারণে বহুদিন ধরেই ট্রাফিকই সিগন্যাল মানে না যাত্রীরা। আর তাতেই নিত্য দুর্ঘটনা ঘটে চলেছে।



শেষে পুলিসের আশ্বাসে অবরোধ তোলেন বিক্ষোভকারীরা।